গাজীপুরে ছাত্র আন্দোলনে সহিংসতা, ব্যবসায়ী নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2024-08-03 23:59:07

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সহিংসতা হয়৷ এতে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী মারা যান। তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান এ তথ্য দেন।

পুলিশ জানায়, শনিবার সকাল ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন শুরু করে। আন্দোলনের এক পর্যায়ে পুলিশের সাথে শিক্ষার্থীদের ব্যাপক সহিংসতা হয়৷ এ সময় কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তিনটি পুলিশের গাড়ি ও পুলিশ বক্সের আগুন দেন। এ সহিংসতা চলাকালে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর