যেমন দেখলাম ধানমন্ডি-এলিফ্যান্ট রোড-মিরপুর রোড

, জাতীয়

সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-08-05 14:09:02

রাজধানীর ঢাকা শহরের কিছু এলাকায় ঝড়ে বিধ্বস্তের মতো সবকিছু দুমড়ে মুচড়ে যাওয়া, কোথাও কোথাও অগ্নিকাণ্ডের পরের ছাইভস্ম, কোনো কোনো রোড দেখলে মনে হবে, সংস্কারের জন্য খোয়া ফেলা রেখেছে ঠিকাদার।

সোমবার (৫ আগস্ট) সকালে ধানমন্ডি-২, সাতমসজিদ রোড, নিউ এলিফ্যান্ট রোডে ইটের আধিক্য দেখে খানিকটা মনে হবে নতুন রাস্তা নির্মাণের জন্য খোয়া ফেলা হয়েছে।


রোলার রেডি হচ্ছে নতুন রাস্তা তৈরির জন্য। ধানমন্ডি-২ সড়কটি যেন ভতুড়ে অবস্থা। সায়েন্সল্যাব থেকে সীমান্ত স্কয়ারমুখী সড়কে ইটের টুকরো এড়িয়ে একটি লেন ব্যবহার করেছে যানবাহন। সেই দিকটার ইটের আদলাগুলো ভেঙে গুঁড়ো হয়ে গেছে। রাস্তা হলুদ বর্ণ হয়ে গেছে। অন্য দিকটায় দেখলে মনে হচ্ছে ইটের খোয়া ফেলা হয়েছে নতুন রাস্তা তৈরির জন্য।


এখানে বেক্সিমকো গ্রুপের ব্র্যান্ড ইয়োলোর শো-রুমটিতে রোববার দুপুরে আগুন দেওয়া হয়। পুরো ভবনটির দেখলে মনে হবে কয়েক যুগ আগে থেকে অব্যবহৃত পুরনো বাড়ি। পুরো ভবনটি পুড়ে বিবর্ণ আঁকার ধারণ করেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ধোঁয়া দেখা গেছে। ইয়োলো ব্র্যান্ডের নিজস্ব নিরাপত্তাকর্মী চারদিকে অবস্থান করছে। উৎসুক জনতা কাউকে কাউকে ছবি তুলতেও দেখা যায়।

সায়েন্স ল্যাবরেটরি মোড়ের অবস্থা বেশ করুণ। আগুনে পুড়ে দেওয়া পুলিশ বক্সের ওয়াল ভেঙে ইট রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিউমার্কেট এলাকায় পুলিশ সবার প্রত্যেকের পরিচয়পত্র পরীক্ষা করে দেখছেন। কারফিউ পাস না থাকলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।


সরেজমিন গিয়ে দেখা যায়, কাঁটাবন এলাকায় সেনাবাহিনীর কড়া প্রহরা দেখা গেছে। সেনাবাহিনী এপিসি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। এখান থেকে শাহবাগ অভিমুখী রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। নগরীর অন্যান্য এলাকাতেও পুলিশ ও সেনাবাহিনীকে তৎপর দেখা গেছে।

অন্যদিকে দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা রাস্তায় চলাচল করছে। 

সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি সারাদেশে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। লং মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ ৬ আগস্ট থাকলেও একদিন এগিয়ে সোমবার (৫ আগস্ট) এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।


রোববার (৪ আগস্ট) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

তিনি জানান, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্ট করা হয়েছে। অর্থাৎ সোমবার সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর