প্রতিটা হত্যার বিচার করা হবে: সেনাপ্রধান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-08-05 16:05:33

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, প্রতিটা হত্যার বিচার আমরা করবো, আপনারা ধৈর্য ধরেন। আমাদের সহযোগিতা করেন।

সোমবার (০৫ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ আহ্বান জানান তিনি।

সেনাপ্রধান বলেন, ‘আমি দায়িত্ব নিচ্ছি৷ আপনারা আমাদের সহযোগিতা করেন৷ সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না৷ পুলিশ কোনো গোলাগুলি করবে না৷ আজ রাতের মধ্যে সমাধানে যাওয়ার চেষ্টা করবো, তবে ২-১ দিন সময় লাগতে পারে৷’

তিনি বলেন, ‘আপনারা আর ভাঙচুর করবেন না। আমি আন্দোলনকারী শিক্ষার্থীদের বলবো, আপনারা ঘরে ফিরে যান।’

এর আগে, দেশের চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ কারণে জাতির উদ্দেশে ভাষণ দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টায় করা হয়েছে।

সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনকারীদের ঘোষিত অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ শাহবাগে জড়ো হতে থাকে। এতে জনসমুদ্রে পরিণত হয় ঢাকা।

এ সম্পর্কিত আরও খবর