মহাখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে রাস্তায় নেমে এসেছে আবাল-বৃদ্ধ-বণিতা। এসময় সবার মুখে ছিল বিজয়ের হাসি, উৎফুল্লতায় সবাই বাঁধনহারা।
সোমবার (৫ আগস্ট) সকালে এমন চিত্র দেখা যায়।
হাজারো মানুষের এই গণজমায়েতে মানুষ যেন আবারও খুঁজে পেল স্বাধীনতার স্বাদ। এই এক অন্যরকম অনুভূতি, অন্যরকম আনন্দের বহিঃপ্রকাশ। যা শুধু চোখে দেখা যায়, অনুভব করা যায়, সেই অনুভূতি ধারণ করা যায় বুকে। এসময় ছোট শিশু থেকে শুরু করে সবাই ঘর বের হয়ে আসতে দেখা যায়।
সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে সামরিক একটি হেলিকপ্টারে করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
উল্লেখ্য, শনিবার (৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক ঘোষণায় জানায়, রোববার থেকে সারাদেশে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ পালন করা হবে। এরপর রোববার এক ঘোষণা জানানো হয়, সোমবার ঢাকা অভিমুখে লংমার্চ করে ঢাকা আসতে বলা হয়। এসময় সবাইকে রাজধানী ঢাকার শাহবাগ এসে জড়ো হতেও বলা হয়।