বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় লক্ষ্মীপুরে বিজয় মিছিল করছে সাধারণ জনগণ। এর আগে চকবাজার জামে মসজিদ এলাকায় সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করেছে।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৩ টার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হয় জনতা।
বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ। আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের জনগণ।
বিজয় মিছিল থেকে শহরে আওয়ামী লীগের সকল ব্যানার পেস্টুন ভাঙচুর করা হয়। উত্তর তেমুহনী এলাকায় আওয়ামী লীগের ব্যানার পেস্টুনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুরো শহর জুড়ে মোটরসাইকেল মহড়া দিচ্ছে সরকার বিরোধী বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ জনতা।
পরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আন্দোলনকারিদের সমন্বয়ক এনামুল হক এক বক্তব্যে বলেন,আজ আমাদের বিজয় সুনিশ্চিত হয়েছে। এ বিজয় ছাত্র-জনতার। এসময় তিনি লক্ষ্মীপুর ইলিশ চত্বরকে 'বৈষম্য বিরোধী আন্দোলন চত্বর', বঙ্গবন্ধু চত্বরকে 'শহীদ আফনান চত্বর" ঘোষনা করেন। এছাড়া জুলাই মাসকে শোকের মাস এবং আগস্ট মাসকে বিজয় আনন্দের মাস ঘোষনা করা হয়। একই সাথে সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা যুবলীগ সভাপতি সালাহ্ উদ্দিন টিপু,জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী রাকিব হোসেন লোটাস,জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে আটক করার জন্য পুলিশকে আহবান জানান