শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে জামালপুরের মেলান্দহের রাজপথে বিজয় উল্লাস করেছে ছাত্র-জনতা।
সোমবার (৫ আগস্ট) দুপুর সাড়ে তিনটার দিকে নগরীর মেলান্দহের কুলিয়া ইউনিয়নে এ আনন্দ মিছিল বের করে জনসাধারণ ও বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, দুপুর ৩টার দিকেই শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ে জামালপুরে। এরপরই টনকি বাজারে লোকেলোকারণ্য হয়ে যায়।
এ সব মিছিলে শিশু, ছাত্র-জনতাদের উল্লাস করতে দেখা যায়।