বগুড়ায় গুলিবিদ্ধ আরো ২ জনের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2024-08-05 19:11:55

বগুড়ায় রোববার (৪ আগস্ট) গুলিবিদ্ধ হওয়া আরো ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বগুড়ায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৬ জনে।

সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া সদর উপজেলা পরিষদে হামলা চালায় আন্দোলনকারীরা। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। একই সময় পরিষদ চত্বরে থাকা আনসার ব্যারাকে হামলা চালিয়ে ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেয়া হয়। এছাড়া পরিষদ চত্বরে থাকা অন্ততঃ ১০টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় হামলাকারীরা। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন এই তথ্য নিশ্চিত করেন।

সোমবার বেলা ১২টার দিকে শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা ৪টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয়।

সোমবার সকালে বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নেয় আন্দোলনকারীরা। তারা মিছিল নিয়ে শহরে ঢোকার চেষ্টা করে। বেলা দেড় টা পর্যন্ত সাতমাথা এলাকায় সেনা টহল থাকায় তারা বিভিন্ন রাস্তার মুখে অবস্থান নেয়। এরপর তারা সাতমাথা চত্বরে ঢুকে মিছিল ও সমাবেশ শুরু করে।

রোববার (৪ আগস্ট) রাতে গুলিবিদ্ধ যে দু'জন মারা গেছেন তারা হলেন- বগুড়া শহরতলীর আকাশতারা গ্রামের বাসিন্দা কমর উদ্দিন (৩৭) ও বৃন্দাবন পাড়া এলাকার বাসিন্দা শিমুল ওরফে মতি (৪৫)। এরমধ্যে কমর পেশায় রিকশা চালক এবং মতি দর্জ্জি শ্রমিক। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার বগুড়ার দুপচাঁচিয়ায় থানায় হামলা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে কলেজ ছাত্র মনিরুল ইসলাম (২২), বগুড়া শহরে আন্দোলনকারিদের হামলায় শহরের হরিগাড়ি এলাকার স্কুল শিক্ষক সেলিম রেজা (৪৫), গাবতলী উপজেলার গোরদহ গ্রামের জিল্লুর রহমান (৩০) ও এরুলিয়া এলাকার রিকশা চালক আব্দুল মান্নান(৬৫) নিহত হন।

এ সম্পর্কিত আরও খবর