সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৬ ঘণ্টার জন্য ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিকেল পৌনে ৫টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।
এ ব্যাপারে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, বিকাল ৫টা থেকে ৬ ঘন্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা পেলে বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হবে।