জীবনের নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে বরগুনায় বিক্ষোভ করেছে জেলা পুলিশের শতাধিক সদস্য। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯ টার দিকে বরগুনা পুলিশ লাইনের মধ্যে এ কর্মসূচী পালন করেন তারা।
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কয়েকশো থানায় অগ্নিসংযোগ-ভাঙচুর করা হয়েছে। নিরাপত্তাহীনতার ভুগছেন পুলিশ কর্মীরা।
এ সময় পুলিশকে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে জনগণের কাছে শত্রুতে পরিনত করার হয়েছে বলে উল্লেখ করে এর দায় হিসেবে আইজিপিকে দায়ী করে ভুয়া ভুয়া বলে শ্লোগান দিয়ে তাকেও বিচারের আওতায় এনে জনগণের কাছে পুলিশকে পুনরায় আস্থার জায়গায় ফিরিয়ে আনার আহবান জানানো হয়।
পুলিশের কয়য়েকজন কর্মীরা বলেন , ‘ঊর্ধ্বতন আধিকারিকদের কারণে আজ এই বিভীষিকা। আমাদের যেভাবে নির্দেশ দিয়েছে আমরা আমরা সেভাবেই কাজ করেছি। এখন আন্দোলনকারীদের মূল টার্গেট আমরা, আশঙ্কায় ভুগছি। শত শত পুলিশ নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর মুখে পড়ছি।’