ভারতীয় নয় সেনা সদস্যকে দেওয়া হল বিশেষ সম্মাননা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 21:20:41

মহান স্বাধীনতা যুদ্ধের ৪৭ বছর পর  ঢাকায় মুক্তিযুদ্ধ ও মিত্রবাহিনীর ৯ সদস্যকে দেওয়া হল বিশেষ সম্মাননা।

রাজধানীর হোটেল ওয়েস্টিনে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে ''উদ্যোগ ঢাকা", ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্যুরিজম সার্ভিস'' এর যৌথ উদ্যোগে এই সম্মাননা দেয় ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ ফোরাম।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নয় ভারতীয় সেনা সদস্যরা হলেন, মেজর জেনারেল যোশি মালাভেলান এভিএসএম, মেজর জেনারেল এস এন শাহ, বিগ্রেডিয়ার প্রাভিন কুমার, কর্নেল পি কে চ্যার্টাজি, কর্নেল আর পি গ্রোভার ভি এস এম, কর্নেল পি এম নায়েক, মেজর ভিজায় কুমার, কর্নেল ডি এন দাস, প্রয়াতো কর্নেল অমর সিংহকে। কর্নেল ডি এন দাস উপস্থিত না থাকায় সম্মাননা পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী পুস্পাসি দাস, প্রয়াতো কর্নেল অমর সিংহের স্ত্রী শশী সিংহ, এরা সবাই অবসর প্রাপ্ত সেনা সদস্য।

সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল ভারতের সশস্ত্রবাহিনী। ‘মিত্রবাহিনী’ হিসেবে পরিচিত এ বাহিনীর ৯ সদস্যের দল, মেজর জেনারেল (অব:) জোশে মালাবালানের নেতৃত্বে সম্প্রতি ঢাকা সফরে আসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন।

এছাড়া বিশেষ অতিথি পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীও অনুপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর