লালমনিরহাটে লুটপাটে জড়িত থাকায় তিন যুবদল নেতা বহিষ্কার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2024-08-09 16:37:40

দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে চাঁদাবাজি ও লুটপাটে জড়িত থাকার অভিযোগে দলীয় শৃঙ্খলার দায়ে লালমনিরহাটের তিন যুবদল নেতাকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরের পর বহিষ্কারের বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পরলেও বহিষ্কারের তারিখ ৮ই আগস্ট দেখানো হয়েছে।

বহিষ্কার পত্রে উল্ল্যেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আদিতমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মাইদুল ইসলাম আব্বাস, পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি, শাহআলম মন্ডল, ও পঞ্চগ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি, সাইদুল ইসলাম-কে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এদিকে এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ, ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশব্যাপী ভাংচুর ও সহিংসতা ছড়িয়ে পরলে লালমনিরহাটেও বিভিন্ন সহিংসতার খবর পাওয়া যায়। বিভিন্ন স্থানে লুটপাট, অগ্নিসংযোগ ও বিভিন্ন আওয়ামীমনা নেতা ও ব্যবসায়ীকে ফোন দিয়ে ও বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে চাঁদা চাওয়া হয়। এসব সুনির্দিষ্ট কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিন যুবদল নেতাকে বহিষ্কার করা হয়।

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী সহিংতা ও অরাজকতা প্রতীরোধে শান্তি সমাবেশ করছেন। এসময় তিনি সাধারণ জনগণকে বিএনপির কেউ যদি বিশৃঙ্খলা ও হুমকি দেয় সরাসরি তাকে জানানোর আহবান জানিয়েছেন। এছাড়াও দলীয় কেউ কোন ধরনের বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুশিয়ারী দিয়েছেন তিনি।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিন করে জেলা যুবদলের সভাপতি আনিসুজ্জামান আনিস বার্তা২৪.কমকে বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা শৃঙ্খলা ধরে রাখতে চাই। কোন অরাজকতা মেনে নেওয়া হবেনা। আমরা শান্তিপূর্ণ জেলা গড়তে সজাগ রয়েছি।

এ সম্পর্কিত আরও খবর