পুলিশ ও অন্যান্য বাহিনী এবং জনগণকে সঙ্গে নিয়ে নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন লেফটেন্যান্ট কর্নেল নাহিদুজ্জামান খান (অধিনায়ক ৪ বীর)।
তিনি বলেন, সবাইকে আমরা বলতে চাই যে, আমাদের উপর ভরসা রাখুন। আমরা আমাদের দায়িত্বপ্রাপ্ত এলাকা সর্বোচ্চ নিরাপদে রাখবো। সেনাবাহিনীর পাশাপাশি, পুলিশ, আনসার এবং নাগরিক সমাজ, ছাত্র-জনতাকে পাশে নিয়ে সকল নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে আজিমপুর সরকারি অফিসার্স কোয়ার্টারে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক জননিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
লেফটেন্যান্ট কর্নেল নাহিদুজ্জামান খান বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর নিয়মিত ২৪ ঘণ্টা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছি। জনগণকে আমরা উৎসাহ-উদ্দীপনা দিচ্ছি। এছাড়াও যতো ধর্মীয় উপাসনালয় রয়েছে- মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাতে আমরা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি।
তিনি বলেন, আমরা হটলাইন নম্বর চালু করেছি। লালবাগ, চকবাজার এবং কামরাঙ্গীরচর এলাকায় যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে সাধারণ জনগণ সেসব নাম্বারে যোগাযোগ করবে। লালবাগ এবং চকবাজার থানা এলাকার জন্য ০১৭৬৯-০১৩৪৩৯ এবং কামরাঙ্গীরচর থানা এলাকার জন্য ০১৬১৯-৮৩২০৬৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফোর্স। আইনশৃঙ্খলা রক্ষার্থে এই বাহিনী সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য পুলিশ ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা দয়া করে থানায় যোগ দিন এবং আমাদের সার্বিকভাবে সহয়তা করুন।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার মাহবুব উজ জামান বলেন, একটা বিশেষ পরিস্থিতির কারণে গত কয়েকদিন ধরে পুলিশ বাহিনী অপারেশনার কার্যক্রম চালাতে পারছে না। এর মধ্যে দেখবেন গত কয়েকদিন ধরে রাতে কিছু কিছু এলাকায় পরিস্থিতি খারাপ হচ্ছে। পুলিশ বাহিনী কিন্তু জনগণকে সবসময় ২৪ ঘণ্টা সেবা দিয়ে এসেছে। আমি বিশ্বাস করি এই পরিস্থিতি থেকে আমাদের দ্রুত উত্তরণ হবে এবং আমরা অবশ্যই একটি উন্নত দেশ এবং জাতি হিসেবে আত্মপ্রকাশ করবো।
ঢাকা মেট্রো বিট আনসার সাউথ জোনের ডেপুটি ডিরেক্টর মোস্তাক আহমেদ বলেন, আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় দেশের ক্রান্তিকালে এবং দেশের প্রয়োজনে কাজ করে আসছে। বর্তমান একটি বিশেষ পরিস্থিতির কারণে পুলিশ বাহিনীর সদস্যরা থানায় অবস্থান করতে পারছেন না, এজন্য প্রতিটি থানায় নিরাপত্তার জন্য আনসার সদস্যরা কাজ করছেন। তারা আইনি কোন বিষয় নিয়ে কাজ করছেন না, শুধুমাত্র থানার নিরাপত্তা এবং দেখভালের জন্যই কাজ করে যাচ্ছে।
সভায় কামরাঙ্গীরচর, লালবাগ ও চকবাজার থানায় নিয়োজিত ডিসি, এডিসি ও ওসি, ঢাকা জেলায় নিয়োজিত এনডিসি, এডিসি এবং র্যাব, বিজিবি, বিএনসিসি প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।