ঢাকার বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে টাকা নেই। এছাড়া অনেক ব্যাংকের এটিএম বুথ বন্ধ পাওয়া যায়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন ব্যাংকের গ্রাহকেরা।
এর আগে বৃহস্পতিবার এক লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সীমা বেধে দেওয়া হয়েছিল। সেদিনও বিভিন্ন ব্যাংকের বুথে গিয়ে দেখা যায়, কোনো ব্যাংকের বুথেই টাকা নেই।
শনিবার (১০ আগস্ট) কয়েকটি ব্যাংকের বুথ ঘুরে জানা যায়, কোনো ব্যাংকের এটিএমেই টাকা নেই।
হাতিরপুলের ডাচবাংলা এটিএম বুথে টাকা তুলতে এসেছিলেন শামসুল ইসলাম। তিনি বার্তা২৪.কমকে বলেন, বিভিন্ন বুথে ঘুরেও টাকা তুলতে পারিনি। হাতে টাকা না থাকায় বাজারও করতে পারছি না। এ অবস্থায় কী যে করবো বুঝতে পারছি না!
এলিফ্যান্ট রোডের সিটিব্যাংকের সিকিউরিটি গার্ড জানালেন, বুথে টাকাও নেই আবার ইন্টারনেট কানেকশনও নেই।
এদিকে, অনেক ব্যাংকের এটিএম বুথের সাঁটার নামানো দেখা যায়। ফলে অনেকেই এক বুথ থেকে আরেক বুথে টাকা তুলতে ছুটে বেড়াচ্ছেন কিন্তু টাকা তুলতে না পারায় হতাশা প্রকাশ করেছেন।