সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও লুটপাটের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের ব্যানারে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করছে আন্দোলনকারীরা।
সরেজমিনে রোববার (১১ আগস্ট) বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের সড়কে প্রায় কয়েকশত বিক্ষোভকারীকে আন্দোলনে যোগ দিতে দেখা যায়। এদিন দুপুর তিনটা থেকেই বিক্ষোভে যোগ দিতে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের সংখ্যাও বাড়ছে।
এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ঐক্য মোর্চা।
এ সময় বিক্ষোভকারীরা 'তুমি কে, আমি কে, বাঙালি, বাঙালি' 'তোমার আমার ঠিকানা, পদ্মা, মেঘনা, যমুনা, 'দুষ্কৃতকারীর কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও' 'আমার মা কাঁদে কেন, প্রশাসন জবাব চাই' 'আমার ঘর ভাঙলো কেন, প্রশাসন জবাব চাই' 'রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়' 'জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে' 'জেগেছে রে জেগেছে, রক্তে আগুন লেগেছে' সহ বিভিন্ন স্লোগান দেয়।
উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে নেতারা অবিলম্বে সারা দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট ও চাঁদাবাজি বন্ধ করতে হবে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।