গোপালগঞ্জের গোপীনাথপুরে ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা ও গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে জেলা আওয়ামী লীগ। একইসঙ্গে সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবতে নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছে দলটি।
রোববার (১১ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন (আজম) এ দুঃখ প্রকাশ করেন।
নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে জেলা আওয়ামী লীগের এই নেতা বলেন, সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ নয়। তাদের কাজ করতে সহায়তা করতে হবে। এরপরও কোনো নেতা বা কর্মী যদি বিশৃঙ্খলা করেন, তাহলে জেলা আওয়ামী লীগ এর দায় নেবে না।
তিনি বলেন, অন্যান্য বছর যেভাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়, এ বছরও শোক দিবস সেভাবেই পালন করা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জরুরি সভায় আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।