লুট হওয়া ট্রাফিক সার্জনের মোটরসাইকেল উদ্ধার করলো সেনাবাহিনী

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2024-08-13 18:49:49

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক অফিস ও থানা থেকে লুট করে নিয়ে যাওয়া ট্রাফিক সার্জনের মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি ট্রাফিক সার্জনের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উদ্ধার করা মোটরসাইকেলটি হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার করা যুবকের নাম পরিচয় জানাতে পারেনি কেউ।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে একদল দুর্বৃত্ত সদর মডেল থানায় ও ট্রাফিক অফিসে হামলা চালায়। এসময় হামলায় আগুনে জ্বালিয়ে দেওয়া হয় ওসির বাসভবন, পুলিশ সদস্যদের মেস ও শহর ট্রাফিক অফিস। এতে পুড়ে ছারখার হয়ে যায় সব কিছু। এসময় সদর থানায় থানার সামনে থাকা ৩টি পিকআপ ভ্যানে ও একটি ট্রাকে আগুন দেয়। লুটপাট চালানো হয় থানায় ও ট্রাফিক অফিস। নিয়ে যায় মোটরসাইকেলসহ সরকারি মালামাল। এরমধ্যে ট্রাফিক সার্জনের সরকারি মোটরসাইকেল ছিল। সেই মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া শহরের সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যরা উদ্ধার করে এবং এসময় একজনকে আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে থাকা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ৩৩ বীরের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম দিদার বলেন, ট্রাফিক অফিস থেকে লুণ্ঠন করে নিয়ে যাওয়া সুজুকি জিক্সার মডেলের একটি সরকারি মোটরসাইকেল উদ্ধার করেছি। তা ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক অফিসে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর