বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগিতা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
ম্যানিলাভিত্তিক এই উন্নয়ন সহযোগী সংস্থা বুধবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রতি এডিবি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখেই টেকসই উন্নয়নে সহায়তা দিয়ে যাবে এডিবি।
এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের সিনিয়র কমিউনিকেশন অফিসার গোবিন্দ বারের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, চলমান প্রকল্পের ধারাবাহিকতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে এডিবি কাজ করবে।
বাংলাদেশের জনগণের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক এবং টেকসই ভবিষ্যতের জন্য নতুন প্রকল্পেও সহায়তা দেবে বলে জানিয়েছে এডিবি।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে এডিবির কার্যক্রমে মূল আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সরকারি খাত ব্যবস্থাপনা ও সুশাসন। সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে এ সব বিষয়ের গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করে এডিবি।
সামষ্টিক অর্থনীতি টেকসই করতেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে এডিবি। এর মাধ্যমে আর্থিক খাতের সংহতিকরণ এবং অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
এডিবি আরও জানিয়েছে, প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য বেসরকারি খাতের উন্নয়ন সম্প্রসারণের বিষয়টিকে দ্বিতীয় অগ্রাধিকারে রাখছে সংস্থাটি।
এই খাতে এডিবির সহায়তার মাধ্যমে বাংলাদেশে ব্যবসা করার খরচ কমাতে সরকারের সঙ্গে ব্যক্তি খাতের সেবাগুলো মসৃণ হবে বলেও মনে করে এডিবি।
এডিবি জানায়, ১৯৭৩ সাল থেকে এডিবি বাংলাদেশের একটি বিশ্বস্ত উন্নয়ন অংশীদারে পরিণত হয়েছে। এ সময়ে সরকারি খাতে ৭২৬টি ঋণ প্রকল্প, অনুদান এবং প্রযুক্তিগত সহায়তার অংশ হিসেবে মোট ৩১.৮ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে সংস্থাটি।
আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে এই গুরুত্বপূর্ণ কাজটি চালিয়ে যাওয়ার অপেক্ষায় আছি, বিবৃতিতে বলে এডিবি।