চালককের গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2024-08-24 21:53:36

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আল আমিন (৩০) নামে এক চালকের গলা কেটে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত আল-আমিন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত জমত আলীর ছেলে।

শনিবার (২৪ আগস্ট) বেলা দুপুরে দিকে কেন্দুয়া-নান্দাইল চৌরাস্তা সড়কের আঠারবাড়ি ইউনিয়নের কবিরপুর এলাকায় সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আঠারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শুক্রবার আসরের নামাজের পর আল-আমিন বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। শনিবার সকালে তাঁরা জানতে পারেন নান্দাইল-ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী সড়কের ঈশ্বরগঞ্জের কবীরপুর এলাকায় তাঁর লাশ পড়ে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আল-আমিনের মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আঠারবাড়ী পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

মো. আমিনুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে, অটোরিকশাটি পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এ সম্পর্কিত আরও খবর