বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ডিএসসিসি’র ১ দিনের বেতন প্রদান

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, ঢাকা | 2024-08-28 17:40:07

দেশের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় 'প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল'এ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিকালে ডিএসসিসি প্রশাসক ড. মু: শের আলী করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ ১৪ লক্ষ ৯১ হাজার ছয়শত আটান্ন টাকার চেক স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদ জামানের নিকট হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

উল্লেখ্য, বাংলাদেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে আকস্মিক বন্যা থেকে উত্তোরণের লক্ষ্যে ও বন্যা কবলিত মানুষের পাশে দাড়ানোর লক্ষ্যে ইতোমধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার তহবিলে জমা দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর