রাজশাহীতে র‌্যাবের ৭ সদস্যের বিরুদ্ধে মামলা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী | 2024-08-29 17:39:32

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিএনপি কর্মী ও ব্যবসায়ী ইসমাইল হোসেনকে গুমের অভিযোগে র‌্যাব-৫ এর সাত সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) গোদাগাড়ীর আমলি আদালতের বিচারক লিটন হোসেন এ মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

মামলাটি করেছেন ইসমাইল হোসেনের স্ত্রী নাইস খাতুন, যিনি গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি আলীপুরের বাসিন্দা।

অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে র‌্যাব সদস্যরা ইসমাইলকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায়। তিনদিন পর ইসমাইল পরিবারের সাথে যোগাযোগ করে জানায়, সে র‌্যাবের হেফাজতে রেলওয়ে কলোনি ক্যাম্পে আটক রয়েছে। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।

মামলায় আসামি হলেন, র‌্যাব-৫ এর তৎকালীন রেলওয়ে কলোনি ক্যাম্পের নায়েক সুবেদার শাহিনুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত মজুমদার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন, ল্যান্স নায়েক মাহিনুর খাতুন, সিপাহী কহিনুর বেগম ও কনস্টেবল মনিরুল ইসলামকে।

ইসমাইলের স্ত্রী নাইস খাতুন বলেন, র‌্যাব সদস্যরা তার স্বামীকে তুলে নিয়ে যাওয়ার সময় অনেকেই তা দেখেছেন। মামলায় তাদের সাক্ষী করা হয়েছে। এতদিন ভয়ে মামলা করতে না পারলেও এখন তিনি ন্যায়বিচারের আশায় আদালতে মামলা করেছেন।

ইসমাইলের পরিবার জানিয়েছে, ইসমাইল বিএনপি কর্মী ছিলেন এবং তার কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না। তবে তার পরিবারের দাবি, র‌্যাবের হেফাজতে থাকা অবস্থায় ইসমাইল একাধিকবার পরিবারের সাথে যোগাযোগ করলেও, এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। র‌্যাব তার গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেনি।

নাইস খাতুনের আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুর রহমান রুমন জানান, মামলাটি বুধবার (২৮ আগস্ট) দাখিল করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর