ভোটের পর পুঁজিবাজারে ফিরছে বিদেশিরা, লেনদেন বেড়েছে ৩৭ শতাংশ

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 22:44:47

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের (ভোট) পর থেকে পুঁজিবাজারে ফিরতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। এতে টানা তিনমাস পর চলতি বছরের জানুয়ারিতে বিদেশি ও প্রবাসিদের লেনদেন বেড়েছে ৩৭ শতাংশ।

এসময়ে শেয়ার বিক্রি চেয়ে কিনেছেন দ্বিগুণ। আর তাতে বিদেশের প্রকৃত বিনিয়োগ হয়েছে ১৭৫কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৩৫টাকা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কোনে রকম রাজনৈতিক সংঘাত ছাড়াই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পাশাপাশি নির্বাচন পরবর্তী সময়ে সূষ্ঠভাবে দেশে চলতে থাকায়। বিদেশিরা বিনিয়োগে ফিরছেন। ফলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়ছে।

ডিএসইর সূত্র মতে, ডিসেম্বর মাসে নতুন বিনিয়োগের পরিবর্তে শেয়ার বিক্রি করে ১০১কোটি ৫৩ লাখ ২৭ হাজার ১৩০টাকা পুঁজিবাজার থেকে তুলে নিয়ে ছিলো। সেই বিনিয়োগকারীই জানুয়ারিএ মাসে ১কোটি টাকা বাজারে বিনিয়োগ করেছে। ফলে তাদের লেনদেন ডিসেম্বরের চেয়ে ২২১কোটি ৩৮ লাখ ৩৬ হাজার ৭৩৪টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮১৫কোটি ১০ লাখ ২৭ হজার ৪৯৫ টাকা। এর আগের মাসে লেনদেন হয়েছিলো ৫৯৩কোটি ৭ লাখ ৯০ হাজার ৭৬১ টাকা।

সূত্র জানায়, জানুয়ারি মাসে বিদেশি ও প্রবাসিরা ৪৯৫কোটি ১৯ লাখ ৭৭ হাজার ৯১৫টাকার শেয়ার কিনেছেন। তার বিপরীতে বিক্রি করেছেন ৩১৯কোটি ৯০ লাখ ৪৯ হাজার ৫৮০টাকার শেয়ার। 

অথচ এর আগের মাসে কিনেছিলো ২৪৬ কোটি ৯ লাখ ৩১ হাজার ৮১৬ টাকার শেয়ার। তার বিপরীতে শেয়ার বিক্রি করেছিলো ৩৪৭কোটি ৬২ লাখ ৫৮ হাজার ৯৪৬ টাকার শেয়ার। অর্থাৎ বিদেশিরা ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারিতে ২৪৯কোটি ১০ লাখ ৪৬ হাজার ৯৯ টাকার বেশি শেয়ার কিনেছে।

ডিএসইর সাবেক সভাপতি ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেন, নির্বাচনের আগে এক ধরনের রাজনৈতিক শঙ্কা ছাড়াই, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। নতুন সরকার দায়িত্ব নিয়েছে এ কারণে বিদেশিরাও শেয়ার কেনা বাড়িয়েছেন। বিদেশিদের বিনিয়োগ সামনে আরও বাড়বে। কারণ, অনেক ভালো ভালো কোম্পানির শেয়ার দাম এখনো বেশ কম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, নির্বাচনের আগে বিদেশিরা খুব একটা বিনিয়োগ করছিল না। উল্টো বিনিয়োগ তুলে নিয়েছিলো, এটাই স্বাভাবিক।

তিনি আরও বলেন, অনিশ্চয়তা থাকলেও মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের মাধ্যমে সরকারের ধারাবাহিকতা রক্ষা হয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়বে।

এ সম্পর্কিত আরও খবর