টাঙ্গাইলের মির্জাপুরে একটি কবরস্থান থেকে আটটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলার জামুর্কি ইউনিয়নের জামুর্কি গ্রামের সামাজিক কবরস্থান থেকে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সজিব মিয়া জানান, গত কয়েকদিন আগে আমাদের কবরস্থানের কবর খোঁড়ার চিহ্ন দেখতে পাই। আমরা গ্রামবাসীরা পরে কবর খুঁড়ে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হয়।
কবরস্থানের দায়িত্বপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক জানান, কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি কবর খুঁড়ে নিশ্চিত হয়েছি। এখন থেকে কবরস্থানের বাতি ও পাহারাদারের ব্যবস্থা করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি সিসি ক্যামেরা প্রদানের অনুরোধ করছি। চোরদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।