কুমিল্লায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2024-09-05 10:50:50

কুমিল্লার হোমনায় একই পরিবারের ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তাদের উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।

নিহতরা হলেন- হোমনা উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের যুবলীগ নেতা রেজাউলের মেয়ে মাহামুদা, মামাতো ভাই সাহাব এবং মামাতো ভাইয়ের স্ত্রী তিশা।

ওসি জানান, প্রথমিকভাবে পরিকল্পিত হত্যা বলে ধারণা করছি। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।

এ সম্পর্কিত আরও খবর