কুমিল্লায় নৌকা ডুবিতে ২ স্কুল ছাত্রী নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2024-09-09 20:07:20

কুমিল্লার হোমনায় নৌকা ডুবিতে সামিয়া ইসলাম (১২) এবং সামিয়া আক্তার (১২) নামের দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর কানাই শাহ ঘাটে এ ঘটনা ঘটে। 

নিহত সামিয়া ইসলাম বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া গ্রামের আবু মুছার মেয়ে ও সামিয়া আক্তার একই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। তারা উভয়েই রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্কুল ছুটি হলে বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া ও কলাকান্দি কানাই লাল সাহার খেয়া ঘাট দিয়ে ৩০ থেকে ৩২ জন ছাত্র-ছাত্রী নিয়ে একটি নৌকা ছেড়ে যায়। চরলহনীয়া গ্রা‌মের কাছাকাছি গেলে একটি বালুবাহী ট্রলারের ঢেউ লেগে নৌকাটি ডুবে যায়।

অনেকে সাঁতার কেটে পাড়ে পৌঁছালেও সামিয়া ইসলাম এবং সামিয়া আক্তার নদীতে তলিয়ে যায়। পরে দু'জন কে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমা‌লিকা চাকমা। তিনি বলেন, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর