বন্ধুকে কুপিয়ে ১০ তলা ছাদ থেকে ফেলে হত্যা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2024-09-10 01:30:43

গাজীপুরে ১০ তলা একটি ভবনের ছাদে সাব্বির আহমেদ (১৭) নামে এক যুবককে কুপিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছে তার বন্ধুরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুর জেনারেল হাসপাতাল রোডে অবস্থিত ইউনিক টাওয়ারের ১০ তলা ছাদে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির সফিপুর আন্দারমানি এলাকার বাসিন্দা লিটন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সফিপুর এলাকার জেনারেল হাসপাতাল রোডে অবস্থিত ইউনিয়ক টাওয়ারের নবম তলার বাসিন্দা আব্দুর রহিম মিয়ার জমজ দুই ছেলে রাকিব ও সাকিব বন্ধু সাব্বিরকে নিয়ে ছাদে আড্ডা দিচ্ছিল। এক পর্যায়ে ছাদে থাকা অন্য আরেক যুবককে নিচে পাঠিয়ে দেয় রাকিব ও সাকিব। পরে চাপাতি দিয়ে কুপিয়ে সাব্বিরকে জখম করে ছাদ থেকে ফেলে দেয়। এসময় আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর অবস্থায় সাব্বিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর