এমদাদ উল বারী বিটিআরসির নতুন চেয়ারম্যান

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-09-10 14:25:55

মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এমদাদ উল বারীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে আগামী তিন বছর মেয়াদে এই নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৪ আগস্ট প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ অসুস্থতাজনিত কারণ দেখিয়ে বিটিআরসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।

কোটা বাতিলের দাবিতে চলা আন্দোলনের এক পর্যায়ে গত ১৭ জুলাই সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করা হয়। মাঝে খুলে দেওয়ার পর পুনরায় ইন্টারনেট বন্ধ করা হয়। এর পাশাপাশি সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ করা হয়েছিল। এ নিয়ে তীব্র সমালোচনার শিকার হয় বিটিআরসি। বিশেষ করে শিক্ষার্থীরা ব্যাপক ক্ষুদ্ধ হয়।

এ সম্পর্কিত আরও খবর