সংসদের ব্যর্থতা গণতান্ত্রিক ব্যবস্থায় ধস এনেছে: ড. মাহফুজ পারভেজ

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সংসদের ব্যর্থতা গণতান্ত্রিক ব্যবস্থায় ধস এনেছে: ড. মাহফুজ পারভেজ/ছবি: বার্তা২৪.কম

সংসদের ব্যর্থতা গণতান্ত্রিক ব্যবস্থায় ধস এনেছে: ড. মাহফুজ পারভেজ/ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ (সিসিআরএসবিডি)-এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. মাহফুজ পারভেজ বলেছেন, ‘বাংলাদেশের বিগত সংসদগুলোকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করা যায়নি। অতীতে শীর্ষ নেতা ও ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ সংসদের ব্যর্থতা গণতান্ত্রিক ব্যবস্থায় ধস এনেছে। এ কারণে সংসদীয় রাজনীতির ছদ্মাবরণে স্বৈরতন্ত্র, কর্তৃত্ববাদ, একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের বিস্তার সম্ভব হয়েছে।’

সোমবার (৩০ ডিসেম্বর) চবি রাজনীতি বিজ্ঞান বিভাগ আয়োজিত ‘বাংলাদেশ জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের স্বরূপ ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ড. মাহফুজ পারভেজ বলেন, ‘নির্বাচন, প্রার্থী মনোনয়ন, কার্যপরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে নানা অসংগতি দেশে প্রকৃত সংসদীয় ব্যবস্থার বিকাশ ঘটাতে দেয়নি। সংসদ রাবার স্ট্যাম্প হয়ে সরকারের যাবতীয় কাজে সিলমোহর দিয়েছে। গণতান্ত্রিক শাসনকে সুদৃঢ় করতে সংসদীয় রাজনীতি যথাযথ ভূমিকা পালন করতে পারে নি।’

ড. মাহফুজ পারভেজ বলেন, ‘বাংলাদেশে সংসদীয় ব্যবস্থায় বিদ্যমান দুর্বলতা ও ত্রুটি-বিচ্যুতিগুলো দূরীকরণে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য অপরিহার্য। যার মাধ্যমে ব্যক্তি বা দলের অধীনতা থেকে মুক্ত করে সংসদকে জাতীয় রাজনৈতিক কর্মকাণ্ডে প্রকৃত প্রাণকেন্দ্র করা সম্ভব হবে। এক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি সকল রাজনৈতিক শক্তি, সিভিল সোসাইটি, পেশাজীবী ও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে সংসদকে সংখ্যাগরিষ্ঠের রঙ্গমঞ্চে পরিণত হওয়ার প্রবণতা ঠেকিয়ে অধিকতর জনসম্পৃক্ত ও গণমুখী করার বিষয়গুলো গুরুত্বে সঙ্গে ভাবতে হবে।’

বিজ্ঞাপন

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচডি গবেষক অধ্যাপক মোহাম্মদ শাহেদুল আলম ভূঁইয়া। বক্তব্য রাখেন চবি সমাজবিজ্ঞান বিভাগের সাবেক ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্রের নির্বাহী পরিচালক প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, প্রফেসর ড. জহিরুল কাইয়ুম, ড. আনোয়ার হোসেন মিজি, আক্কাস আহমদ, এজিএম নিয়াজ উদ্দিন, মো. বখতেয়ার উদ্দিন প্রমুখ।