চট্টগ্রামে ডাস্টবিনে মিললো নবজাতকের মরদেহ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-09-10 16:57:00

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মরদেহটি কন্যা শিশুর বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ১১ নম্বর সড়কের একটি ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা মৃত প্রসব হওয়ায় ওই নবজাতকের মরদেহ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে।

পাঁচলাইশ থানার উপ পরিদর্শক (এসআই) মনির উদ্দিন বলেন, সকাল সাড়ে আটটার দিকে আবাসিকের স্থানীয় বাসিন্দারা ওই নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহটি একটি লুঙ্গি পেঁচিয়ে রেখে যাওয়া হয়েছিল। মৃত প্রসব হওয়ায় ওই নবজাতকের মরদেহ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে বলে আমাদের ধারণা।

তিনি আরও বলেন, আইনি কার্যক্রম শেষে ওই নবজাতকের মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর