বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বার্ধক্যের শৃঙ্খলে আবদ্ধ নেতৃত্ব তারুণ্যের ভাষা বুঝতে পারেনি। তারা তরুণ প্রজন্মের মনন বুঝতে পারেনি, মনস্তত্ব বুঝতে পারেনি। যার কারণে বার্ধক্যের সঙ্গে এই তরুণ প্রজন্মের দূরত্ব সৃষ্টি হয়েছে।’
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কক্সবাজারে ছাত্র-জনতার এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদের দৃষ্টিশক্তির বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশের মুক্ত আকাশ দেখছি। যারা বাকশক্তি হারিয়েছে, তাদের বাকশক্তির বিনিময়ে আমরা বাকস্বাধীনতা ফিরে পেয়েছি, আমরা দ্বিমত পোষণ করতে পারছি, ক্ষমতাকে প্রশ্ন করতে পারছি।
তিনি বলেন, আর যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের রক্তের বিনিময় মূল্য পরিশোধ করা আমাদের দায়িত্ব।