ভূমিধস, আবারও বন্ধ বায়েজিদ লিংক রোড

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2024-09-14 14:37:23

টানা বর্ষণে আবারও চট্টগ্রামে প্রায় ১৮টি পাহাড় কেটে তৈরি করা বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে পাহাড়ের মাটি ধসে পড়ল। এ কারণে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৩টা থেকে ৪টার মধ্যে সড়কের ৬ নম্বর সেতুর কাছে ফৌজদারহাটগামী লেনে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সহকারী প্রকৌশলী ও বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের প্রকল্প পরিচালক আসাদ বিন আনোয়ার ভূমিধসের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'পাহাড় থেকে ধসে পড়া মাটির একটি বড় অংশ সড়কের ওপর পড়েছে। এই কারণে ওই লেন দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে গাড়িগুলোকে অন্য লেন দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সড়ক থেকে মাটি দ্রুত সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।'

স্থানীয়রা জানিয়েছেন, ভোর রাতের দিকে ভূমিধস হওয়ায় দুর্ঘটনার ঘটনা ঘটেনি। কেননা ওই সময় সড়কে গাড়ি চলাচল কম ছিল। তবে দিনে ধস হলে বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল।

প্রায় ১৮টি পাহাড় কেটে তৈরি করা হয়েছিল বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড। পাহাড়ের ওপর আঘাতের দায়ও দিতে হচ্ছে বারবার। বৃষ্টি হলেই প্রায় সময়ই পাহাড় ধস হচ্ছে। এতে বন্ধ রাখতে হচ্ছে সড়ক।

প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে দুই পাশে ৯০ ডিগ্রি খাড়া করে পাহাড়গুলো কেটেছিল সিডিএ। নগরীর উত্তর পাহাড়তলী মৌজা, হাটহাজারীর জালালাবাদ মৌজা এবং সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর মৌজায় এসব পাহাড় কাটা হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর