কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে ২৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৯৪ হাজার ৫০০ টাকা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/১১-এস ও ১৫৭/১-এস এর আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার ভাগজোত ঘাট পূর্বপাড়া এবং মদনের ঘাট নামক স্থানে সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে শুক্রবার রাতে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৭ কেজি গাঁজা উদ্ধার করে উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার গাঁজার বিষয়ে দৌলতপুর থানায় জিডি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।