সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলার প্রতিবাদ সম্পাদক পরিষদের

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-09-14 17:40:43

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ওপর ঢালাওভাবে হত্যা মামলা দায়ের করার প্রতিবাদে বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এর পক্ষ থেকে এই বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ঢালাও অভিযোগের ভিত্তিতে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলার ঘটনা এখনো অব্যাহত রয়েছে। এ ধরণের মামলা প্রচলিত আইনের অপব্যবহারের শামিল। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতিরও লঙ্ঘন বলেও মনে করেন তারা।

এছাড়া, বিগত সরকারের সময়ে যেসকল সাংবাদিক অন্যায় অবিচারকে সমর্থন দিয়েছে তাদের প্রেস কাউন্সিল আইনের মাধ্যমে শাস্তির দাবি জানিয়েছে সম্পাদকরা। সেসকল সাংবাদিকদের অন্যান্য অপরাধের ক্ষেত্রে প্রেস কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে প্রচলিত আইনে বিচারের দাবিও জানানো হয়েছে।

একইসাথে, যেসকল মামলায় সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো যথাযথভাবে যাচাই বাছাই করে অভিযুক্ত সাংবাদিকদের কোনো সংশ্লিষ্টতা না পাওয়া গেলে এসব মামলা থেকে দ্রুত অব্যাহতি দেয়ার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।

 

এ সম্পর্কিত আরও খবর