নাতির দোলনার রশিতে ফাঁস লেগে নানার মৃত্যু!

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা | 2024-09-15 20:40:31

মাগুরায় নাতির (মেয়ের ছেলে) দোলনার রশি গলায় পেঁচিয়ে ফাঁস লেগে নানা আব্দুল কাদের শিকদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে মাগুরা সদরের জগদল ইউনিয়নের বেড় আকছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদের শিকদার ওই গ্রামের মৃত মোকাদ্দেস শিকদারের ছেলে।

নিহতের পরিবার সদস্যরা জানান, আব্দুল কাদের শিকদার নিজেদের বাড়ির বারান্দায় নাতির জন্য বেঁধে রাখা দোলনার রশি গোলায় পেঁচিয়ে ফাঁস লেগে ঝুলে থাকতে দেখে তারা। এরপর তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তাদের ধারণা অসাবধানতা বসত দোলনায় চড়তে গিয়ে গলায় দড়ির ফাঁস লেগে তার মৃত্যু হতে পারে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মেহেদী রাসেল বলেন, দোলনার রশিতে ফাঁস লেগে মৃত বৃদ্ধের মরদেহ হাসপাতালে অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে। এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত হয়েছে সেটি তদন্ত করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ সম্পর্কিত আরও খবর