কারিগরি ত্রুটি মেরামতের পর শুরু হয়েছে মেট্রোরেল চলাচল।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিট থেকে রাজধানীবাসীর স্বস্তির এ বাহনটির চলাচল শুরু হয়।
এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ফেসবুক পোস্টে বলা হয়, ‘কারিগরি ত্রুটি সমাধানের পর আজ রাত ০৮:২৫ মিনিট হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। মেট্রোরেল চলাচলে সম্মানিত যাত্রীগনের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।’
এর আগে সকালে কর্তৃপক্ষ দেখতে পায় মেট্রোরেলের একটি ভায়াডাক্টের নিচ থেকে বিয়ারিং প্যাড বা স্প্রিং সরে গেছে এবং এতে ভায়াডাক্টের রুট অ্যালাইনমেন্ট কিছুটা উঁচু-নিচু হয়ে গেছে। চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় তাৎক্ষণিক সিদ্ধান্তে আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।