দীঘিনালার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-09-20 14:20:15

খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষের পর সুষ্ঠু বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ অবরোধ শুরু হয়। এর ফলে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ আছে।

সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিভিন্ন স্থান থেকে এসে সমবেত হন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা। সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করে এক পর্যায়ে শাহবাগ অবরোধ করেন তারা।

এ সময় ‘সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি’, ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন কার্যকর’ ও পর্যটনের নামে ভূমি দখলের প্রতিবাদ জানিয়েছেন তারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। লারমা স্কয়ারে অন্তত ৬০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এ সম্পর্কিত আরও খবর