বায়ু দূষণের শীর্ষে লাহোর, ঢাকার কী পরিস্থিতি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা | 2024-09-22 10:37:55

দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকায়ও বায়ুদষণ বাড়ছে। মাঝে মাঝে বৃষ্টি হলে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়। বৃষ্টিপাত কমতেই শহরটির বাতাসে ফের বাড়ছে দূষণ।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৭২ স্কোর নিয়ে ২৯ নম্বরে উঠে এসেছে ঢাকা। এটি দূষণের দিক থেকে মাঝারি হিসেবে বিবেচিত হয়।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৯০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১৭২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৬৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর, ১৬০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ এবং পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার মেদান শহরের স্কোর ১৩৭। 

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

এ সম্পর্কিত আরও খবর