আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-09-22 12:35:25

বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা সহায়তায় রোববার দুপুরে ঢাকা আসছে চীনের একটি জরুরি মেডিকেল টিম।

ঢাকায় চীনা দূতাবাস জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে বেইজিং এ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২২ সে‌প্টেম্বর) ঢাকায় চীন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

দলটি চীনের কুনমিং থেকে রোববার দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

মেডিকেল টিমকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন-চীনের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওয়েস্ট চায়না হসপিটালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত টিমটি কুনমিং থেকে বেলা ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর