কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে কাউন্সিলর আটক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কক্সবাজার | 2024-09-23 00:33:02

যৌথ বাহিনীর অভিযানে কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন সিকদারকে আটক করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ অভিযান চালানো হয়। তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুল আজিম নোমান বলেন, আলীর জাঁহাল এলাকার মোহাম্মদ হোছাইন মাস্টারের ছেলে শাহাব উদ্দিন সিকদার নামে একজনকে সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক করা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে, তা যাচাইবাছাই করা হচ্ছে। বিস্তারিত জানাবে যৌথ বাহিনী।

তথ্য মতে, কাউন্সিলর শাহাবুদ্দিনের নামে হত্যাচেষ্টা, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমিদখল, অর্থ আত্মসাৎ সহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলা ও শতাধিক অভিযোগ রয়েছে। উল্লেখ্য যে, শাহাবুদ্দিন গত ৫ আগগেস্টর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে এবং ৫ আগস্টের পরে তার ছোট ভাই ইমরান শিকদার (বিএনপির রাজনীতির সাথে জড়িত) এর ছত্রছায়ায় এলাকায় সন্ত্রাসী মূলক কার্যক্রম চালিয়ে যেতে থাকে।

উল্লেখ্য যে, শাহাবুদ্দিন সিকদার এর গ্রেফতারের খবর শুনে প্রায় শতাধিক লোক থানায় তার কঠোর বিচারের দাবিতে জনসমাগম করে। তার গ্রেফতারের পরে এলাকাবাসীর মাঝে বর্তমানে স্বস্তি বিরাজ করছে।

এ সম্পর্কিত আরও খবর