নরসিংদীর পলাশে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরে সন্ত্রাসী কায়দায় রাতের অন্ধকারে আজিজুল ইসলাম কিরন মেম্বারের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

বিজ্ঞাপন

ভূক্তভোগী আজিজুল ইসলাম কিরন মেম্বারের স্ত্রী নাছিমা বেগম জানান, প্রায় ১২ বছর পূর্বে ছুলেমা বেগম নামে নারীর ওয়ারিশ সূত্রে পাওয়া সারে ৭ শতাংশ জমি ক্রয় করে দলিল সম্পন্ন করেন। আর তাতে ইটের দেয়াল তুলেন এবং একটি ঘর তুলে বসবাস শুরু করেন। এদিকে বাড়ির কর্তা আজিজুল ইসলাম কিরন মেম্বার ও তার ছেলে বিদেশে থাকায় পুরুষশূণ্য খালি বাড়ি পেয়ে প্রতিবেশি আ. করিম নামে এক ব্যক্তি তার ছেলে শাকিল (৩৫), সাগর (৩০) ও সাব্বির (২৮) সহ কিছু ভাড়াটিয়া  দুস্কৃতিকারী রাতের অন্ধকারে বাড়ি ঘরে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে এবং ঘরে থাকা আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এছাড়া বাড়িতে থাকা কলাও নাড়িকেলের গাছ কেটে ক্ষতি করে।

এঘটনায় সকালে পলাশ থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর পলাশ থানার এস আই হানিফ সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।