মাছ ধরতে গিয়ে জালে জড়িয়ে প্রাণ গেল যুবকের

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা | 2024-09-24 22:00:13

সাতক্ষীরা দলুয়ার শালিখা নদীতে মাছ ধরতে গিয়ে নিজের জালে জড়িয়ে পানিতে ডুবে উদয় ঢালী (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তালার উপজেলার শালিখা নদীতে এ ঘটনা ঘটে। তিনি খলিষখালি ইউনিয়নের পাকশিয়ালি গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন- পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান।

প্রত্যক্ষদর্শী বিভাস সরকার জানান, সকাল থেকে সে কৃষ্ণনগর ব্রিজের পাশের নদীতে সবার সাথে মাছ ধরেছিল। নদীতে মাছ ধরার সময় তার জালের দড়ি হাত থেকে খুলে নদীতে পড়ে যায়। তারপর সে নদীতে ডুব দিয়ে সেই জাল খোঁজার চেষ্টা করে এবং দুই তিন ডুব দেওয়ার পরে সে আর পানির নীচ থেকে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পরে আমাদের খবর দেয় এলাকাবাসী। পরে আমরা ঘটনাস্থলে এসে দেখি যুবক নিখোঁজ। আমরা খুলনা থেকে আমাদের ফায়ারসার্ভিসের ডুবুরি টিমকে খবর দেয়। তারপর তারা দুপুর ২টায় এসে পানির নিচে অভিযান চালিয়ে জালের সাথে জড়ানো মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। তবে ধারণা করা হচ্ছে- পানির নিচে অক্সিজেন না নিতে পারায় মারা গেছে। তার হাতে জাল জড়ানো ছিল। জালের ভারে সে আর উপরে উঠে আসতে পারিনি, যার কারণে পানির নিচে তার মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর