সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে সিএমইউজের শোক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী/ছবি: সংগৃহীত

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী/ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রােপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে সাংগঠনিক সম্পাদক সাইফুল শিল্পীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানিয়েছেন সিএমইউজের সভাপতি মো. শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সমবায় সমিতি লি: এর সভপতি মুস্তফা নঈম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ।

বিজ্ঞাপন

শোকবার্তায় তারা বলেন, রুহুল আমিন গাজী আপোষহীন, অবিসংবাদিক একজন নেতা ছিলেন। তার মত সাহসী সাংবাদিক নেতার মৃত্যু সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হল।

তারা মরহুম রুহল আমিন গাজীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

সিএমইউজের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী বলনে, চট্টগ্রাম চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) উদ্যোগে বুধবার বাদে আছর চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিক জনতাকে গায়েবানা জানাজায় অংশ নেওয়ার জন্য সিএমইউজের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এর আগে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। সোমবার থেকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।