বগুড়ার মহাস্থানে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে হত্যার পর জঙ্গলে একটি গাছে মরদেহ ঝুলিয়ে রাখা হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক ( এসআই) আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মহাস্থান মাদ্রাসার উত্তর পশ্চিম পাশে জঙ্গলে একটি গাছের সাথে একজন অজ্ঞাত ব্যক্তির (৫৫) ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। আশেপাশের লোকজন মরদেহ দেখলেও কেউ নাম পরিচয় বলতে পারছেন না। তবে অনেকেই জানিয়েছেন অজ্ঞাত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মহাস্থান এলাকায় ফেরী করে কাপড় বিক্রি করতেন।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক ( এসআই) আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ গাছের সাথে ঝুলিয়ে রাখে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।