নাটোরের সিংড়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম ইউনিয়নের হিয়ালা নামক স্থানে মহাসড়কের পাকা রাস্তার ওপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আকবর আলী বিষয়টি নিশ্চিত করে জানান, পিবিআই নাটোর কাজ করছে। এখন পর্যন্ত তার নাম ঠিকানা শনাক্ত করা যায়নি।