রংপুরের পীরগাছায় পুকুরের পানিতে ডুবে তায়েফ হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শিশু ওই গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে। সকালে শিশুটি খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন শিশু তায়েফকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ভেসে ওঠা মৃত অবস্থায় উদ্ধার করেন শিশুটিকে।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, বিষয়টি পীরগাছা থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।