মেয়েকে বাঁচাতে গেলেন মা, বিদ্যুৎস্পৃষ্টে দুজনেরই মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পাবনা | 2024-09-25 20:03:51

পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মা ও মেয়ে দুজনেই নিহত হয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার আতইকুলা ইউনিয়নের কাচারপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম।

নিহতরা হলেন, ওই গ্রামের নবাব উদ্দিনের স্ত্রী আরজিনা খাতুন (৪৫) ও মেয়ে অরশা খাতুন (১৩)।

স্থানীয়রা জানান, এদিন বিকেল ৪টার দিকে বৃষ্টিতে গোসল করছিল মেয়ে অরশা খাতুন। গোসল করে গোয়ালঘরে যাওয়ার সময় লোহার দরজা ধরতেই বিদ্যুৎপৃষ্ট হয় অরশা। বিদ্যুতের তার ছিড়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হয়েছিল। এ সময় মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে মেয়েসহ তিনিও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

সদ্য স্ত্রী ও মেয়ে হারানো নবাব উদ্দিন খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্ত্রী-সন্তান সবই হারালাম। আমি একা হয়ে গেলাম। অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে মাদরাসায় পড়াচ্ছিলাম। মেয়েটি খুব মেধাবী। মেয়ের সঙ্গে স্ত্রীও চলে গেল। আজকে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।

আতাইকুলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে জেনেছি, বৃষ্টিতে গোসল করে ভেজা শরীরে মেয়ে বিদ্যুতায়িত গোয়ালঘরে গেলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে মা এগিয়ে গেলে সে-ও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

এ সম্পর্কিত আরও খবর