চট্টগ্রাম নগরীর বাকলিয়াতে রাস্তার পাশে ঝুপড়িতে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে মেরিন ড্রাইভ রোড এলাকায় নবাব খাঁ কলোনির পাশে সুইচ গেটের পূর্ব পাশে ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ রোড নবাব খাঁ কলোনির পাশে সুইচ গেটের পূর্ব পাশে রাস্তার ঢালে ঝুপড়ির ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতর মোড়ানো একটি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি।