পার্বত্য জেলা বান্দরবানে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অক্টোবর মাসের প্রথম ৩ দিনেই ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বান্দরবান সদর হাসপাতালের তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা নেয়া ডেঙ্গু রোগীর মোট সংখ্যা ২৮৬ জন। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই আক্রান্তের সংখ্যা ছিল ১১৭ জন। অক্টোবর মাসে এ সংখ্যা ১২ জন হলেও আরো বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তারেকুল ইসলাম বলেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ২২ জন রোগী এই হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে। এদের মধ্যে ৫ জন শিশু রয়েছে।
তিনি আরও বলেন,১০০ বেডের এই হাসপাতালে ২০ জন ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনা করতে গিয়ে তারা হিমসিম খাচ্ছেন।
বান্দরবানের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসক ও নার্সদের সহযোগীতায় আমরা ডেঙ্গু আক্রান্তে মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে আনতে পেরেছি।
তিনি আরও বলেন, ‘আগস্ট থেকেই ডেঙ্গুর ‘পিক সিজন’ চলছে। বৃষ্টি, আর্দ্রতা, এডিস মশার ঘনত্বসহ নানা বিষয় বিবেচনায় ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হচ্ছে। ডেঙ্গু মশা যাকেই কামড় দেবে তারই ডেঙ্গু হবে।’