জাল তুলতে গিয়ে সাপের কামড়ে জেলের মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, পাবনা | 2024-10-03 17:49:11

পাবনার সাঁথিয়ায় সাপের কামড়ে জাহেদ আলী (৬৫) নামে এক জেলের মৃত্য হয়েছে। বুধবার (২ অক্টোবর) রাতে উপজেলার শামুকজানি গ্রামে একটি নদীতে তাকে সাপে কামড় দেয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন করমজা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচী।

নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আবেদ আলী খাঁর ছেলে।

নিহতের পরিবার জানায়, বুধবার রাত আটটার দিকে বাড়ির পাশে খড়ায় জাল দিয়ে মাছ ধরার সময় জালের সাথে পেঁচানো সাপ জাহেদ আলীর হাতে ছোবল দেয়। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে প্রথমে পার্শ্ববর্তী বেড়া উপজেলা চাকলা ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে বেল্লাল কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ ঝাড় ফুঁকে বিষ নামিয়ে দিলে বাড়িতে নিয়ে আসেন পরিবারের লোকজন। এরপর রাত এগারোটার দিকে হঠাৎ তার শরীর খারাপ করে। পরে তাকে বেড়া হাসপাতালে নিয়ে যাওয়া। সেখান থেকে তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাবনা নিয়ে যাওয়ার পথে রাস্তায় সে মারা যান।

জালে ওঠা সাপটিকে ধরে রেখেছেন স্বজনেরা। বিরল প্রজাতির হওয়ায় স্থানীয় সংশ্লিষ্ট কেউ সাপটিক চিনতে না পারেনি। পরে রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানান, এটি কালাচ সাপ।

তিনি জানান, কালাচ সাপ মারাত্বক বিষধর। এ সাপ কামড় দিলে অনেক সময় মানুষ অনেক সময় বুঝতে পারে না। তবে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে বাঁচতে পারে। বিষধর যেকোনো সাপ কামড় দিলে কোনো ওঝার কাছে না নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শও দেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর