পল্টন থানা আ.লীগের সভাপতি এনামুল গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-10-03 20:57:50

পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. এনামুল হক আবুলকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

এদিন সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির লালবাগ বিভাগ।

পুলিশ জানায়, গ্রেফতার এনামুল হক পল্টন থানা, যাত্রাবাড়ী থানা ও রমনা মডেল থানায় পৃথক তিন মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তারা।

এ সম্পর্কিত আরও খবর