সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা’র চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে প্রয়াত রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনাও জানিয়েছেন তিনি।
মরহুমের রাজনৈতিক ভক্ত ও অনুরাগীদের প্রতিও সহমর্মিতা জানিয়েছেন জাপা চেয়ারম্যান।
বিবৃতিতে বলেন, প্রয়াত বদরুদ্দোজা চৌধুরী ছিলেন একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্ব। আজীবন গণমানুষের কল্যাণে কাজ করেছেন। প্রচণ্ড মেধাবী এই মানুষটি এক অনন্য জীবন পেয়েছেন। চিকিৎসা সেবা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, রাজনীতি এবং সমাজ কর্মে অসামান্য সাফল্য পেয়েছেন।
বিবৃতিতে বলেছেন, বি চৌধুরী’র মৃত্যুতে দেশ এক অকৃত্রিম অভিভাবক হারালো। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো।